purbashainc

Feb 7, 20211 min

রাধা ও মীরা

Updated: Mar 16, 2021

By:Udayaditya Mukherjee

রাধা...

তোমার বিরহে জ্বলে মরি যাতনায়,

যমুনার বুকে কি এত স্রোত বহে হায়?

জুড়িবে সে জ্বালা শীতল পরশ করে,

কৃষ্ণ ঘন নীপবীথিকার অবসরে।

আমার হৃদয় ছাপি অশ্রুর বানভাসি,

কোথা ছুপি কান্হা বাজাও বসিয়া বাঁশি?

মীরা...

পথ চাহি তব মগ্ন সাধনায়,

লীন তাপসী ত্যাজি ভব ভাবনায়,

রচিয়া মালা ভজি একে শতনাম,

শুনিবে কবে যোগী যোগীনীর আহ্বান।

না হেরি হরি, তোমাতে সপি প্রাণ,

রিক্ত এ ধরা বিনা তব সন্ধান।


About the Poet

Udayaditya Mukherjee is the author of "Rhythms of Solitude", a collection of English Poems, "A Beautiful Life" in the anthology "Twilight's Children" and "By the River Dibang", a collection of short stories.

His poems and stories have been published in various online platforms too.

    940
    1