Poet: Rajarshi Chattopadhyay
Location: Kolkata, India
ইরাবতী ইরাবতী তোমায় দেখব বলে,
দাঁড়িয়েছিলাম ছুটির পরে শালপিয়ালের কোলে।
ইরাবতী তখন তুমি প্রথম ধরেছ শাড়ি,
দিনেদিনে হচ্ছো তুমি বালিকা থেকে নারী।।
গ্রীষ্ম পুজোর ছুটির মাঝে তোমার দেখা কই?
একবারটি দেখব বলে অপেক্ষাতেই রই।
দাঁড়িয়ে থাকি দেখব বলে কাজল নয়ণ খানি,
মিছিমিছি স্বপ্ন দেখি জানি আমি জানি।।
তবুকি তুমি আমাকে দেখেও দেখো নাকি?
দিবাস্বপ্ন দেখে আমি তোমার আশায় থাকি।
মন মানে না স্বপ্নগুলো অলীক দৃশ্যে ভরা,
রঙ্গিন স্বপ্ন দেখে আমার তোমার সাথে ঘর করা।।
একদিনহঠাৎ দেখি—
তুমি চলে গেছ একা।
স্বপ্ন নিয়ে বেঁচে আছি,
আজ লাগছে ভীষণ ফাঁকা।।
About the Poet - Rajarshi Chattopadhyay
Rajarshi is a contemporary fine artist, terracotta artist , storyteller and poet in print as well as the web. He is a pass out of Government College of Art and Craft, Kolkata, in the year 1996.
Over the years his work revolved around nature which developed into figurative and moved onto Contemporary with a tinge of fantasy. He creates unusual surfaces in two dimensional
form which has underlying double perspective in his own indomitable style. His creative thoughts are poetic, sensitive and soothing. Rajarshi’s paintings are introspective as well as Romantic in the realm of Contemporary Conceptual.
His medium complements his creative expression. In a series , he plays with black with
colorful overtones. His visual discourse is unique and unusual. The rift between society and globalization is evident in his work.
Comments